• Sun. Dec 22nd, 2024

KHERWALNEWS

TRIBLE NEWS

পুজোর ছুটিতে আদিবাসী দুঃস্থ ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রি কোচিং ক্যাম্প।

Bykherwalnews.com

Oct 11, 2024

পুরুলিয়া: পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার আড়শা থানার অন্তর্গত  সনত্ তারাস ক্লাব কান্টাডি, প্রতিবছরের ন্যায় এই বছরও পুজোর ছুটিতে দুঃস্থ আদিবাসী ছাত্র-ছাত্রীদের নিয়ে ফ্রি কোচিং ক্যাম্প শুরু করলেন। আজ দুর্গা পূজার মহাসপ্তমী দিনে (10/10/2024) আম বাঙালি সমাজ যখন দুর্গাপূজোয় মেতে উঠেছেন ,আনন্দ করছেন, সেই সময়ই সনৎ তারাস ক্লাবের উদ্যোক্তাগণ আদিবাসী দুঃস্থ ছাত্র-ছাত্রীদের , যারা আগামী ২০২৫ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবেন তাদেরকে নিয়ে কান্টাডি শিক্ষাশত্র হাই স্কুলে ফ্রি কোচিং ক্যাম্প শুরু করলেন। এই ১৫-২০ দিনের special ক্যাম্পে ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম টিপস ও সাজেশন দেওয়া হয়। যাতে পরীক্ষার্থীরা কি টিপস হিসাবে সেগুলো ব্যবহার করতে পারেন। ক্লাবের সম্পাদক ঠাকুরদাস মাঝি বলেন আমাদের ক্লাবের বেশিরভাগ সদস্যই চাকরিসূত্রে বাইরে থাকেন সেই নিরিখে দুর্গাপূজা ছুটিতে ক্লাবের সদস্যরা জন্মভূমির টানে নিজের এলাকায় চলে আসেন এবং এই মহৎ কাজে যোগদান করেন সাথে জেলার বিভিন্ন প্রান্তের আদিবাসী দরদী অতিথি শিক্ষক এই ফ্রি কোচিং ক্যাম্পে যোগদান করেন।আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন ডঃ জলধর কর্মকার ,তিনি  প্রধান অতিথি হিসেবেই থাকেন না ,তিনি প্রতিনিয়ত  ইতিহাস বিষয়ে এই স্পেশাল ক্যাম্পে ক্লাস করেন এবং বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন কান্টাডি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রিয় রঞ্জন মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *